বেঙ্গালুরু: কর্ণাটকের শিবমোগায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৮ জনের। গতকাল রাত ১০টা ২০ মিনিট নাগাদ শিবমোগা জেলায় হুনাসোদু গ্রামে একটি রেল ক্রাশার সাইটে ডিনামাইট ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে।
সংবাদসংস্থা সূত্রে খবর, পার্শ্ববর্তী আব্বালাগের গ্রামের খাদানেও বিস্ফোরণের সম্ভাবনার কথাও উঠে এসেছে। যদিও, এখনও সেই বিষয়ে কোনও সত্যতা স্বীকার করা হয়নি প্রশাসনের তরফে।
বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, প্রায় ১৫-২০ কিলোমিটার এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়। জেলার পরিধি ছড়িয়ে পার্শ্ববর্তী চিকমাগালুরু ও দাবানগরে জেলাতেও কম্পন অনুভূত হয়।
বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকায় রাস্তায় ফাটল দেখা যায়। বেশ কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব ডিজপোজাল স্কোয়াড।
বিস্ফোরণের ঘটনায় শোকজ্ঞাপন করেছে প্রধানমন্ত্রীর দফতর। বলা হয়েছে, শিবমোগার ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সবধরনের সহায়তা করছে রাজ্য প্রশাসন।
এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তিনি আশ্বাস দেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিস্তারিত একটু পরে...