পিকনিক করতে এসে সমুদ্রে ডুবে মৃত্যু ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার
ABP Ananda, web desk | 15 Apr 2017 04:38 PM (IST)
মুম্বই: মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলায় পিকনিক করতে এসে সমুদ্রে ডুবে মৃত্যু হল কর্নাটকের আট কলেজ পড়ুয়ার। মৃতদের মধ্যে দুইজন ছাত্রী। পুলিশ জানিয়েছে, কর্নাটকের বেলগাম জেলা থেকে পিকনিক করতে মহারাষ্ট্রের ভায়রি উপকূল এলাকায় এসেছিল মরাঠা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রায় ৬০ জন ছাত্রছাত্রী। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। তিন পড়ুয়া উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে চিকিত্সাধীন। পুলিশ জানিয়েছে, সমুদ্রে তীব্র স্রোত বইছে জানিয়ে সতর্ক করেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু পড়ুয়ারা তাতে কর্ণপাত করেননি। মত্স্যজীবীরা তিনজনকে উদ্ধার করে। তাদের অবস্থা আশঙ্কাজনক।মালভান এলাকার একটি হাসপাতালে তাদের চিকিত্সা চলছে।