পটনা: বিহারের নালন্দা জেলায় একটি বেসরকারি বাসে আগুন লেগে মৃত্যু হল আট জনের। নিহতদের মধ্যে একটি শিশুও আছে। আহত হয়েছেন ১১ জন। তাঁদের বিহারশরিফ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আহতদের বিনামূল্যে চিকিৎসা করারও নির্দেশ দিয়েছেন তিনি।

নালন্দার পুলিশ সুপার আশিস কুমার জানিয়েছেন, পটনা থেকে শেখপুরার উদ্দেশে যাচ্ছিল বাসটি। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ হরনৌত বাজারে বিশ্বকর্মা মন্দিরের কাছে হঠাৎই আগুন ধরে যায়। গোটা বাসটাই পুড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এক যাত্রী কৃত্রিম উপায়ে ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড নিয়ে যাচ্ছিলেন। সেটা থেকেই আগুন ধরে যায়।