সোলান (হিমাচল প্রদেশ): হিমাচল প্রদেশের সোলান জেলায় খাদে বাস পড়ে মৃত্যু হল ৮ জনের। আহত অন্তত ২০। তাঁদের সিমলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার এই দুর্ঘটনা ঘটেছে। বেসরকারি বাসটি সিমলার চিরগাঁও মান্ডি যাচ্ছিল। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। দারলাঘাটের কাছে ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু হয়েছে।

 

দুর্ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাস্তার একটি বাঁকের মুখে টাল সামলাতে পারেননি চালক। সেই কারণেই বাসটি খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গিয়েছে।

 

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ, রাজ্যপাল আচার্য দেবব্রত এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের লোকেদের সমবেদনা জানিয়েছেন।