নাসিক: বেলুন গিলে ফেলে মৃত্যু হল ৮ মাসের এক শিশুর। মুম্বইয়ের নাসিকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, নাসিকের সিডকো এলাকার হনুমান নগরের বাড়িতে খেলার সময় মেঝেয় পড়ে থাকা বেলুন মুখে পুরে দেয় শিশুটি। শুরু হয় শ্বাসকষ্ট। সঙ্গে সঙ্গে তার বাবা-মা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্করা অন্য হাসপাতালে শিশুটিকে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। নাসিক সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়।

হাসপাতালের মেডিক্যাল অফিসার ডক্টর আনন্দ পাওয়ার জানিয়েছেন,বেলুনটি তার শ্বাসনালীতে গিয়ে আটকে যায়। শ্বাসরুদ্ধ হয়েই মারা যায় শিশুটি।

শিশুটির বাবা উত্তরপ্রদেশের এলাহাবাদের বাসিন্দা। নাসিকে শ্রমিকের কাজ করেন তিনি।