রায়পুর: ছত্তিশগড়ে বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল ৮ মাওবাদী। নিহতদের মধ্যে চারজন মহিলাও রয়েছে।


ছত্তিশগড় পুলিশের ডিআইজি (মাওবাদী দমন) পি সুন্দররাজ জানান, এদিন ভোর ৬টা নাগাদ বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার সীমান্তবর্তী তিমিনার ও পুসনার গ্রামের কাছে মাওবাদী ও জওয়ানদের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়।


তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে জেলা রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর যৌথবাহিনী গতকাল রাতে গ্রাম সংলগ্ন জঙ্গলে অভিযান চালায়। জওয়ানরা যখন ওই দুই গ্রামকে চারদিক থেকে ঘিরে ফেলেন, তখন বাহিনী লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা।


https://twitter.com/ANI/status/1019839640323411969

সময় নষ্ট না করে মাওবাদীদের হামলার জবাব দেয় নিরাপত্তাবাহিনী। ডিআইজি জানান, প্রায় ২ ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। তাতেই খতম হয় ৮ জন। বাকিরা, সেখান থেকে পালিয়ে গভীর জঙ্গলে ঢুকে যায়।


পরে, ঘটনাস্থল থেকে চার মহিলা ক্যাডার সহ ৮ মাওবাদীর দেহ উদ্ধার করে ফোর্স। সেখান থেকে দুটি ইনসাস রাইফেল, ২টি ৩০৩ রাইফেল, একটি ১২ বোরের বন্দুক এবং কয়েকটি মাজল বন্দুক বাজেয়াপ্ত হয়। এখনও পর্যন্ত নিহত মাওবাদীদের পরিচয় জানা যায়নি।