পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ভোর রাতে পুলওয়ামার একটি পুলিশ লাইন লক্ষ্য করে আচমকা হামলা চালায় তিন জঙ্গির একটি দল। জানা গিয়েছে তাদের কাছে প্রচুর অস্ত্র ছিল। আজকে যে বাড়িটি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গি দলটি, সেখানে মূলত পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা ছিল। জোর করে বাড়িটির ভেতর ঢুকে গিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গ্রেনেডও ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে। এই হামলার ঘটনায় প্রথমে এক পুলিশ কর্মীর মৃত্যুর খবর পাওয়া যায়। পরে দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। পরে জানা যায়, চার সিআরপিএফ জওয়ান, জম্মু ও কাশ্মীর পুলিশের এক কনস্টেবল এবং তিনজন স্পেশাল পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে।
এদিকে যে বাড়িতে ঢুকে পড়ে হামলা চালিয়েছে জঙ্গিরা, সেখান আটকে পড়া পুলিশকর্মীদের বের করে নিয়ে আসা হয়েছে। পাশের একটি বাড়িও খালি করে দেওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে খবর ছিল, জঙ্গিরা কাছের একটি তিনতলা বাড়ি থেকে আক্রমণ চালাচ্ছে। সেখানে প্রচুর পুলিশ আটকে রয়েছে বলে জানা যায়। যদিও পরে সেই খবর সত্য নয় বলে জানান পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক। ঘটনাস্থলে প্রচুর পুলিশকর্মী ও সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে, জানিয়েছেন আইজি মুনির আহমেদ খান।