মথুরা: পুলিশের সঙ্গে গ্যাংস্টারের গুলির লড়াইয়ে পড়ে প্রাণ গেল এক বালকের।


খবরে প্রকাশ, বুধবার সন্ধ্যেবেলা মথুরার একটি গ্রামে গ্যাংস্টারদের সঙ্গে এনকাউন্টার হয় পুলিশের। তার মাঝে পড়ে অকালে ঝড়ে যায় মাধব ভরদ্বাজ নামে আট বছর বালকের প্রাণ।


পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে যে, লখনউ থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে একটি গ্রামে আত্মগোপন করে রয়েছে ব্যাঙ্ক লুটেরার একটি দল।


খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ। পুলিশের দাবি, গ্যাংস্টারদের আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হলে, দুষ্কৃতীরা উর্দিধারীদের লক্ষ্য করে গুলি চালাতে সুরু করে।


পাল্টা গুলি চালায় পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে একটি খেতের কাছে। সেই সময় বালকটি সেখানে খেলছিল। আচকমা গুলি লাগায়, সে লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।


যদিও, এক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ দুষ্কৃতীদের এক জায়গায় জড়ো হতে বলে। তারা পালানোর চেষ্টা করতেই পুলিশ গুলি চালায়। যদিও, পুলিশ এই তত্ব মানতে নারাজ। কাদের গুলিতে বালকের মৃত্যু হয়েছে, তাও তারা নিশ্চিত করেনি।


এদিকে, এই ফাঁকতালে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। নিহতের পরিবারের অভিযোগে একটি মামলা দায়ের করেছে পুলিশ। ক্ষতিপূরণ হিসেবে বালকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছে প্রশাসন।


ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন ডিএসপি। পুলিশের তরফে কোনও গাফিলতি হয়েছে কি না, তা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। বালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।


https://twitter.com/ANINewsUP/status/953681748201648129

প্রসঙ্গত, গত বছর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে ৯০০-র বেশি এনকাউন্টারে ৩২ জন মারা গিয়েছে পুলিশের গুলিতে।