এবার ঘটনাস্থল উত্তর প্রদেশের এটা, ফের শিশু ধর্ষণ, খুন
ABP Ananda, Web Desk | 17 Apr 2018 09:35 AM (IST)
লখনউ: সুরাত, কাঠুয়া, উন্নাওয়ের পর এবার উত্তর প্রদেশের এটা। ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, এক বিয়ের অনুষ্ঠানে এসেছিল মেয়েটি। তখন পড়শি যুবক সোনু তাকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। নির্মীয়মাণ একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাকে। রাত দেড়টা নাগাদ এই ঘটনা ঘটলেও বিয়ের উৎসবে চলায় আর গানবাজনার হুল্লোড়ে কেউ তার উধাও হয়ে যাওয়া খেয়াল করেননি। পরে ওই বাড়ি থেকে উদ্ধার হয় শিশুটির দেহ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, তার বয়সও ১৮-২০-র বেশি নয়।