নাগপুর: ফের ঘাতক হয়ে দেখা দিল সেলফির নেশা। নৌকায় গ্রুপ সেলফি তুলতে গিয়ে মহারাষ্ট্রের নাগপুরে ঘটল দুর্ঘটনা। নৌকাডুবির জেরে ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। উদ্ধার করা হয়েছে ৩ জনকে। অন্য একটি সূত্রে আবার বলা হচ্ছে, ৯ জনের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধে ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। কলামেশ্বরের বেনা জলাধারে নৌকাটি উল্টে যায়। এক বন্ধুর জন্মদিন পালনের জন্য পিকনিক করতে গিয়ে গোদাবরী নদীর বেনা জলাধারে নৌকায় ওঠেন ১১ জন যুবক। তাঁদের মধ্যে তিনজন নৌকার মাঝি ছিলেন। কিছুদূর যাওয়ার পরেই গ্রুপ সেলফি তোলার জন্য নৌকার একদিকে চলে আসেন তাঁরা। নৌকাটি একপাশে হেলে পড়ায় উল্টে যায়। ৩ জন কোনওক্রমে বেঁচে যান।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গিয়েছে, নৌকায় থাকা প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এক ব্যক্তি নৌকাডুবির সময় ওই জলাধারের কাছেই ছিলেন। তিনিই পুলিশে খবর দেন। কিছুক্ষণ পর থেকেই শুরু হয় উদ্ধারকার্য। রাতেই উদ্ধার করা হয় তিনজনের দেহ। তাঁদের মধ্যে দু জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে ডুবুরি নামানো হয়েছে।
নাগপুরে সেলফি তুলতে গিয়ে নৌকাডুবি, ৮ যুবকের সলিল সমাধি
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jul 2017 09:10 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -