শ্রীনগর: গত ছয়মাসে দক্ষিণ কাশ্মীরে ৮০ জন জঙ্গিকে মারা হয়েছে এবং ওই অঞ্চলে এখনও ১১৫ জন জঙ্গি সক্রিয় রয়েছে বলে সেনার এক পদস্থ আধিকারিক জানিয়েছেন। তিনি বলেছেন, সক্রিয় জঙ্গিদের মধ্যে ১৫-১৬ জন বিদেশী।
মেজর জেনারেল বি এস রাজু জানিয়েছেন, জঙ্গিদের সংখ্যা কমলেই পরিস্থিতির উন্নতি হবে।
সোপিয়ানে গতকাল বিজেপির এক যুব নেতা হত্যাকাণ্ড সম্পর্কে রাজু বলেছেন, হতাশা থেকেই এ ধরনের কাজ করছে জঙ্গিরা। সাম্প্রতিক অতীতে এ ধরনের দু-তিনটি ঘটনা ঘটেছে। হতাশা থেকেই জঙ্গিরা এই কাজ করছে।
রাজু বলেছেন, জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে কোনওভাবেই বেগ দিতে পারছে না। তাই দুর্বল লক্ষ্যবস্তু বেছে নিচ্ছে তারা। ওই অপরাধের পিছনে যারা রয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও তিনি মন্তব্য করেছেন।
দক্ষিণ কাশ্মীরের মানুষ যাতে নিরুপদ্রবে থাকতে পারেন সেজন্য সেনা ও অন্যান্য নিরাপত্তা সংস্থা জঙ্গিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ চালিয়ে যাবে বলেও তিনি জানিয়েছেন।
রাজু বলেছেন, দক্ষিণ কাশ্মীরের পরিস্থিতি অনেক অনেকটাই ভাল। পাথর ছোঁড়া ও জঙ্গিদের হামলা কমেছে। শীত পড়লে নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা গ্রহণ আরও কার্যকরী হয়ে উঠবে।এতে শান্তি ফিরে আসবে।
নিরাপত্তা বাহিনীর লক্ষ্য যে মূলত জইশ, তা স্পষ্ট করে দিয়েছেন সেনা আধিকারিক। জঙ্গি দলে নতুন সদস্য আসার বিষয়টি উদ্বেগের বলে জানিয়েছেন তিনি। এতে যাতে লাগাম টানা যায়, তার জন্য সংশ্লিষ্ট সকলের পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
রাজু বলেছেন, এ ক্ষেত্রে স্কুল ও কলেজের অধ্যক্ষদের একটা বড় ভূমিকা রয়েছে।
গত ছয় মাসে দক্ষিণ কাশ্মীরে ৮০ জঙ্গির মৃত্যু হয়েছে, জানাল সেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Nov 2017 07:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -