নয়াদিল্লি: নোট বাতিলের পরবর্তী অধ্যায়ে দেশজুড়ে বিভিন্ন জায়গায় যে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতর, তার ৮০ শতাংশ নির্দেশ এসেছে সরাসরি প্রধানমন্ত্রীর দফতর থেকে! এমনই চাঞ্চল্যকর দাবি উঠেছে।


কেন্দ্রীয় সূত্রের খবর, ৮ নভেম্বরের পর থেকে পিএমও-তে একের পর এক ফোন আসতে শুরু করে কালো টাকা সম্পর্কিত তথ্য আসতে শুরু করে। পরিসংখ্যানের বিচারে, গড়ে প্রতিদিন প্রায় ১৫-২০টি ফোন তথ্য আসত বলে দাবি। পর্যায়ক্রমে সেই তথ্যগুলি আয়কর দফতর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র কাছে।


জানা গিয়েছে, এখনও পর্যন্ত যা তল্লাশি অভিযান চালানো হয়েছে, তার ৮০ শতাংশর ক্ষেত্রে নির্দেশ এসেছে পিএমও থেকে। ার প্রধাননমন্ত্রীর দফতর থেকে নির্দেশ আসাতেই কালো টাকার বিরুদ্ধে অভিযান চালানোর ওপর জোর দেওয়া হয়েছে বলে দাবি ওই সূত্রের।


সবচেয়ে বড় কথা, ফোনের মাধ্যমে যে তথ্যগুলি এসেছে, সেগুলি ১০০ শতাংশ খাঁটি বলে দাবি করেছেন ওই কেন্দ্রীয় সূত্র। ইতিমধ্যেই, কালো টাকা সম্পর্কিত কোনও তথ্য জানাতে একটি হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে কেন্দ্র। কিন্তু, মানুষ প্রধানমন্ত্রীর দফতরের ওপরই বেশি ভরসা রাখছেন বলে জানান তিনি।