নয়াদিল্লি: সৌদি আরবের জেড্ডায় কাজ হারিয়ে গত তিনদিন ধরে অনাহারে রয়েছেন প্রায় ৮০০ ভারতীয় শ্রমিক। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, সৌদি আরব ও কুয়েতের প্রবাসী ভারতীয়রা তাদের চাকরি ও বেতন নিয়ে চরম সঙ্কটে পড়েছেন। তবে কুয়েতের পরিস্থিতি সামলে দেওয়া সম্ভব হবে, কিন্তু সৌদির ভারতীয়দের অবস্থা তুলনামূলকভাবে বেশি খারাপ।




ট্যুইট করে তিনি জানিয়েছেন, সৌদির রিয়াধের দূতাবাসকে বিপদে পড়া ভারতীয় কর্মীদের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। তিনি ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতির দিকে নজর রাখছেন। কর্মহীন শ্রমিকদের সমস্যা মেটানোর জন্য কথা বলতে বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ সৌদি যাচ্ছেন। বিষয়টি ওই দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলবেন বিদেশমন্ত্রকের আরেক রাষ্ট্রমন্ত্রী এম জে আকবর।




সুষমা অভয় দিয়ে বলেছেন, সৌদি আরবের একজন কর্মহীন শ্রমিকও না খেয়ে থাকবেন না, আশ্বাস দিচ্ছি।

তিনি জানান, সৌদি আরব ও কুয়েতের এক বড় সংখ্যায় ভারতীয় বিপাকে পড়েছেন তাদের  নিয়োগকারীরা বেতন না দিয়েই কারখানা বন্ধ করে দেওয়ায়।




জানা গিয়েছে, ট্যুইটারে এক ব্যক্তিই সৌদি আরব, কুয়েতে ভারতীয়দের সঙ্কটে পড়ার বিষয়টি জানিয়ে সুষমার হস্তক্ষেপ চান। বিষয়টি নজরে আসতেই তত্পর হন বিদেশমন্ত্রী।