বাড়ির এসি ব্যবহার না কমানোয় স্ত্রী-পুত্রকে হত্যা করলেন ৮৫ বছরের বৃদ্ধ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Apr 2016 10:35 AM (IST)
অঙ্গমালি (কেরল): সামান্য এসি ব্যবহার করা নিয়ে বচসা। তার জন্য স্ত্রী ও অসুস্থ ছেলেকে খুন করার অভিযোগ উঠল এক বৃদ্ধর বিরুদ্ধে। ঘটনাটি কেরলের। মাত্রাতিরিক্ত এসি ব্যবহারের ফলে বাড়ির বিদ্যুতের বিল বেড়ে যাওয়া নিয়ে পারিবারিক বিবাদ শুরু। পুলিশি তদন্তে উঠে এসেছে, পল পাইনাদাতু নামে ৮৫ বছরের ওই বৃদ্ধ এসি-র ব্যবহার কমানোর জন্য স্ত্রী ও ছেলেকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু, দুজনই হৃদরোগে আক্রান্ত। সম্প্রতি, তাঁদের চিকিৎসাও হয়েছিল বলে জানা গিয়েছে। ফলে, পলের কথা না মেনে তাঁরা এসি চালাতে শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে পড়েন অবসরপ্রাপ্ত রেলের আধিকারিক পল। ঘটনায় প্রকাশ, গতকাল রাত একটা নাগাদ ধারালো লোহার রড দিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা ৭৪ বছরের স্ত্রী এবং ৫৪ বছরের ছেলেকে হত্যা করেন পল। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, এই কাণ্ড ঘটানোর পর কাতারে বসবাসকারী আরেক ছেলেকে ফোন করে সব জানান পল। ছেলেকে এ-ও বলেন, তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন। কালক্ষেপ না করে, ছেলে প্রতিবেশীদের ফোন করে বিষয়টি জানালে, তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ জানিয়েছে, প্রতিবেশীরা গিয়ে দেখেন, পল ছাদ থেকে ঝুলে আত্মহত্যা করার চেষ্টা করছেন। কিন্তু, বৃদ্ধ হওয়ার জন্য তিনি মই চড়ে ওপরে উঠতে পারেননি। পলকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।