নয়াদিল্লি: সম্পত্তি নিয়ে অশান্তির জেরে আমেরিকায় কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সারনার ৮৬ বছরের মাকে মারধর করলেন তাঁর এক সম্পর্কীয় নাতি।
দিল্লির গ্রেটার কৈলাস পার্ট টু এলাকায় নিজের বাড়িতে বরিষ্ঠ ওই কূটনীতিকের বৃদ্ধা মাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। অভিযুক্তের নাম কর্ণদেব চোপড়া, পেশায় আইনজীবী। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ, তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে খুনের চেষ্টা ও ভয় দেখানোর অবিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কর্ণদেব বেশ কিছুদিন ধরে নভতেজ সারনার মায়ের সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন, সম্ভবত সে কারণেই ঘটেছে এই ঘটনা। বৃদ্ধাকে ঘুষি মেরে মাটিতে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। তাঁর কপাল, চোখ, হাঁটু ও শরীরের অন্যান্য অংশে গুরুতর চোট লেগেছে। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
বৃদ্ধা পুলিশকে জানিয়েছেন, শনিবার রাত নটা নাগাদ সম্পত্তি নিয়ে ঝামেলা পাকিয়ে ওই সম্পর্কীয় নাতি তাঁর গায়ে হাত তোলেন। মাটিতে ধাক্কা মেরে ফেলে দিয়ে মুখ ও শরীরের অন্যান্য অংশে বারবার ঘুষি চালান তিনি। বৃদ্ধা চিৎকার শুরু করলে পালিয়ে যান অভিযুক্ত। কয়েক ঘণ্টা ওভাবে কাটার পর আর এক নাতি এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তিনিই হাসপাতালে ভর্তি করান তাঁকে।
সম্পত্তি নিয়ে অশান্তি, আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সারনার বৃদ্ধা মাকে মারধর করলেন আত্মীয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2017 09:25 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -