কোটা: রাজস্থানের কোটার জে কে লোন হাসপাতালে গত মাসে মৃত্যু হয়েছে অন্তত ১০০টি শিশুর। শেষ দু’দিনে মৃত্যু হয়েছে ৯টি শিশুর। হাসপাতাল সুপারের দাবি, মূলত জন্মের সময় ওজন কম থাকার কারণেই শিশুগুলির মৃত্যু হয়েছে। ২৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে  ১০টি শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজস্থান সরকারের তদন্ত কমিটি। তবে বিরোধী দলগুলি সরকারের সমালোচনায় সরব।


গতকাল হাসপাতাল পরিদর্শন করে পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপি সংসদীয় দল। এই দলে ছিলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের তীব্র সমালোচনা করেন। রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধীকেও কটাক্ষ করেন তিনি।

কোটার সবচেয়ে বড় শিশু হাসপাতাল জে কে লোন হাসপাতাল। সেখানেই এক মাসে ১০০টি শিশুর মৃত্যু হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। এই কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো জানিয়েছেন, ‘হাসপাতালের মধ্যে শূকর ঘুরে বেড়াচ্ছে।’ রাজস্থানের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি রাজস্থানে শিশুমৃত্যু, সরকারি হাসপাতালের বেহাল পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।