লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর লোক ভবনের নির্মীয়মাণ লোহার গেট ভেঙে মৃত্যু হল এক বালিকার। তার বাবা শ্রমিকের কাজ করেন। পুলিশ সূত্রে খবর, কিরণ (৯) নামে ওই বালিকা সেখানে খেলছিল। সেই সময় তার উপর গেট ভেঙে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। রাজ্য সরকার নিহতের পরিবারকে দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। দুই সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
লোক ভবনে মুখ্যমন্ত্রীর দফতর হওয়ার সুবাদে এখানে মন্ত্রিসভার বৈঠক এবং অন্যান্য বৈঠক হয়। সেই ভবনেরই একটি অংশে কাজ চলছে। সমাজবাদী পার্টি সরকারের আমলেই এই কাজ শুরু হয়েছিল। সেই কাজ এখনও শেষ হয়নি। সেই অংশেই দুর্ঘটনার কবলে পড়ে ওই বালিকার প্রাণ গেল।
আদিত্যনাথের দফতরের লোহার গেট ভেঙে বালিকার মৃত্যু
Web Desk, ABP Ananda
Updated at:
21 Jun 2017 08:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -