নয়াদিল্লি: কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হলে এবার থেকে ৯০ দিনের জন্য সবেতন ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি মহিলা কর্মীরা। তদন্ত চলাকালীন সময়ে যাতে তাঁদের উপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

 

কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সব সরকারি কর্মীকে যত ছুটি দেওয়া হয়, তাছাড়াও যৌন নির্যাতনের শিকার হওয়া মহিলাদের বাড়তি ছুটি দেওয়া হবে। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধ আইনের আওতায় এই ছুটি দেওয়া হবে।

 

এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায়, অভিযোগ তুলে নেওয়ার জন্য হেনস্থার শিকার হওয়া মহিলাকে ভয় দেখায় অভিযুক্ত। সে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টাও করে। যৌন হেনস্থার শিকার হওয়া মহিলার স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ কিছুদিন সময় লাগে। তার আগে একই দফতরে তাঁর উপর অত্যাচার চালানো ব্যক্তির সঙ্গে কাজ করা সহজ নয়। সেই কারণেই ৯০ দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট মহিলারা স্বস্তি পাবেন।