নয়াদিল্লি: স্ত্রীর পচাগলা মৃতদেহের সঙ্গে একই ঘরে বাস বছর ৯০-এর স্বামীর। দিল্লির কালকাজি এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, গোবিন্দ রাম জেঠানি নামে ওই ব্যক্তির বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। ভিতরে এসে দেখেন, ঘরে বিছানায় ঘুমোচ্ছেন গোবিন্দ বাবু। মেঝেতে পড়ে রয়েছে তাঁর স্ত্রীর মৃতদেহ। সেটিতে পচন ধরেছে। বেরোচ্ছে দুর্গন্ধও। পুলিশে খবর দেন তাঁরা। পুলিশের অনুমান কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী।
সফদরজঙ্গে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গোবিন্দ বাবুকে। অপুষ্টিজনিত রোগে ভুগছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, তাঁরও শরীরের অবস্থা ভালো নয়। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে।
জানা গিয়েছে গোবিন্দ একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। শেষ বয়সে পেনশনের টাকাতেই তাঁদের সংসার চলছিল। দম্পতি নিঃসন্তান ছিলেন। দেখবার মতো কেউ ছিলও না বাড়িতে। ছিল আর্থিক অনটনও। একজনের খাবার দুজনে ভাগ করে খেতেন। এর জেরে অসুস্থ হয়ে পড়েন তাঁরা।
স্ত্রীর পচাগলা দেহ নিয়ে কয়েকটা দিন কাটিয়ে দিলেন বছর ৯০-এর বৃদ্ধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Oct 2016 12:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -