নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে বিরোধীরা যাই বলুক না কেন, আমজনতার মতে, কেন্দ্রীয় সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অন্তত এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য দেশবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।


নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে আমজনতার মতামত জানতে চেয়েছিলেন প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য ‘ডিমোনেটাইজেশন সার্ভে’ নামে সমীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশেষ ‘নরেন্দ্র মোদী’ অ্যাপ (অ্যাপলিকেশন)-ও চালু করা হয়েছিল।


বুধবার, প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইটে ঘোষণা করা হয়, গত ২৪-ঘণ্টায় প্রায় ৫ লক্ষ মানুষ নিজেদের মতামত জানিয়েছেন। সেখানে ৯০ শতাংশ অংশগ্রহণকারী কালো টাকার বিরুদ্ধে মোদী সরকারের পদক্ষেপকে সমর্থন করেছেন বলে দাবি।


সাইটে বলা হয়েছে, কোনও নীতি বা রাজনৈতিক ইস্যুর ওপর আজ পর্যন্ত দেশে যত সমীক্ষা হয়েছে, তাতে এত বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেননি।


সমীক্ষার ফল অনুযায়ী –




  • ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ৯৩ শতাংশ।

  • মাত্র ২ শতাংশ মানুষ বিষয়টিকে খুব খারাপ বলেছেন।

  • কালো টাকার বিরুদ্ধে মোদী সরকারের পদক্ষেপকে খুব ভাল (ফোর-স্টার রেটিং) বা তার বেশি দিয়েছেন ৯০ শতাংশের বেশি অংশগ্রহণকারী।

  • এর মধ্যে মোদী সরকারের পদক্ষেপকে অসাধারণ(ফাইভ-স্টার রেটিং) বলে অভিহিত করেছেন ৭৩ শতাংশ।

  • দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ৯২ শতাংশ বর্তমান সরকারকে খুব ভাল বা ভাল বলে উল্লেখ করেছে।

  • একই ক্ষেত্রে বর্তমান সরকারের লড়াইকে খুব ভাল বলেছেন ৫৭ শতাংশ।

  • অন্যদিকে, ওয়েবসাইটের দাবি অনুযায়ী, ৮৬ শতাংশ মানুষ মনে করেন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া কিছু সংখ্যক আদতে এখন কালো টাকা, দুর্নীতি ও সন্ত্রাসের জন্য অর্থ জোগান দিচ্ছে।


সমীক্ষার ফল প্রকাশ হতেই, জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইটে মোদী লেখেন, এই ঐতিহাসিক সমীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমি মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মতামত ও রায় দেখে সত্যিই আমি সন্তুষ্ট।


https://twitter.com/narendramodi/status/801412548721446912

সমীক্ষায় আরও যেসমস্ত প্রশ্ন রয়েছে, তারমধ্যে রয়েছে –




  • আপনারা কি মনে করেন ভারতে কালো টাকা আছে?

  • আপনাদের কি মনে হয় দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে লড়াই করে তা খতম করা উচিৎ?

  • যদি কালো টাকা থাকে, তাহলে সেই টাকা আইনসিদ্ধ করতে কী এখানকার সরকারের আরও শক্ত হওয়া উচিৎ?


পাশাপাশি, যে কোনও বিষয়ের ওপর কোনও ব্যক্তির বিশেষ মন্তব্য করার হলে, তারও করার সুযোগ রয়েছে ওই অ্যাপে।