গত ১ বছরে যোগ দিয়েছে ৯৫ কাশ্মীরী যুবক, উপত্যকায় সক্রিয় সন্ত্রাসবাদীর সংখ্যা ২০০-র বেশি, জানালেন শীর্ষ পুলিশকর্তা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2017 06:35 PM (IST)
শ্রীনগর: গত ১ বছরেই ৯৫ জন কাশ্মীরী যুবক জঙ্গি কার্যকলাপে যুক্ত হয়েছে, ফলে কাশ্মীর উপত্যকায় সক্রিয় সন্ত্রাসবাদীর সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে বলে জানালেন ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (কাশ্মীর) এস জে এম গিলানি। তিনি এও জানান, ১১০ জন সন্ত্রাসবাদী স্থানীয় ছেলে, বাকিরা বিদেশি। এদিকে রাজ্যে অশান্তি ছড়াতে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করে গত মাসে জম্মু ও কাশ্মীর সরকার ২২ টি ওয়েবসাইট ও সোস্যাল মিডিয়া অ্যাপের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, তার কী ফল হল, জানতে চাওয়া হলে শীর্ষ পুলিশকর্তাটি বলেন, এক মাস যাক, তারপরই সোস্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে।