নয়াদিল্লি: একের পর এক স্কুল জ্বলছে। বারবার বিঘ্ন ঘটেছে পড়াশোনায়। তা সত্ত্বেও বোর্ডের পরীক্ষায় বিপুল পরীক্ষার্থীর উপস্থিতি এটাই প্রমাণ করছে যে শিক্ষার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিষয়ে কাশ্মীরের পড়ুয়ারা দৃঢ়সঙ্কল্প। রবিাবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সদ্যসমাপ্ত বোর্ড পরীক্ষায় প্রায় ৯৫ শতাংশ পরীক্ষার্থী বসেছিল। বিষয়টিকে উৎসাহব্যঞ্জক উল্লেখ করে মোদী পরীক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও গ্রাম প্রধানদের ধন্যবাদ জানিয়ে বলেন, সম্প্রতি গ্রামপ্রধানদের সঙ্গে একটি বৈঠক হয়েছিল তাঁর। সেখানে স্কুল জ্বলে যাওয়া নিয়ে অনেকেই তাঁর কাছে উদ্বেগ প্রকাশ করেছিল।
এদিন রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসে মোদী বলেন, আমি সকলকে বলেছিলাম নিজেদের অঞ্চলে গিয়ে সেখানকার পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার দিকে নজর দিতে। আমাকে দেওয়া কথা ওঁরা পালন করেছেন দেখে আজ আমি খুশি। (শিক্ষা নিয়ে) ওঁরা মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়েছে।
একইসঙ্গে, সীমান্তের নিরাপত্তায় মোতায়েন আইটিবিপি জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটানোর অভিজ্ঞতাও এদিন ভাগ করেন মোদী। জানান, এবার দীপাবলিতে দেশের মানুষ জওয়ানদের উদ্দেশ্যে চিঠি, আঁকা, ভিডিও করে পাঠিয়েছেন। যা ওঁদের মনোবল বাড়িয়েছে। মোদী বলেন, সমগ্র দেশবাসী যখন জওয়ানদের সঙ্গে দাঁড়ায়, তখন বাহিনীর শক্তি ১২৫ গুণ বেড়ে যায়।