নয়াদিল্লি: সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় ছেলেদের পিছনে ফেলে বেশি সফল মেয়েরা। ৯৬.৩৬ শতাংশ মেয়ে পাশ করেছে এবার। সেখানে ছেলেদের পাশের হার ৯৬.১১ শতাংশ। সামগ্রিক ভাবে এ বছর পাশের হার ৯৬.২১। গত বছরের থেকে কম। গত বছর পাশের হার ছিল ৯৭.৩২ শতাংশ।
এলাকাগত দিক থেকে দেখতে গেলে তিরুঅনন্তপুরম রয়েছে সবচেয়ে ওপরে। সেখানে পাশের হার ৯৯.৮৭ শতাংশ। তার পরে রয়েছে চেন্নাই। সেখানে সাফল্যের হার ৯৯.৬৯ শতাংশ।
গত বছরের তুলনায় এ বছর প্রায় ৮.৫ শতাংশ বেশি পরীক্ষার্থী ছিল। সংখ্যাটা ১৪ লক্ষ ৯১ হাজার ২৯৩।
কেন্দ্রীয় সরকার পরিচালিত স্কুল জওহর নবোদয় বিদ্যালয়ের পাশের হার ৯৮.৮৭ শতাংশ। কেন্দ্রীয় বিদ্যালয়গুলির পাশের হার ৯৮.৮৫ শতাংশ।
স্বাধীন স্কুলগুলির পাশের হার ৯৭.৭২ শতাংশ। সরকারি স্কুলগুলির পাশের হার ৮৬.৬১ শতাংশ।
বোর্ডের ওয়েবসাইট www.cbse.nic.in ও www.cbseresults.nic.in থেকে পরীক্ষার ফল জানা যাচ্ছে।
সিবিএসই দশম শ্রেণির ফলপ্রকাশ, বেশি সফল মেয়েরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 May 2016 03:10 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -