বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে বন্ধুরা সেলফি তুলতেই মত্ত। সেই মুহুর্তে পুকুরের জলে হাবুডুবু খাচ্ছে তাদের সঙ্গী ১৭ বছরের কিশোর। শেষপর্যন্ত ডুবেই গেল সে। তার কথা একবারের জন্যও মনে হল না সেলফি-হুল্লোড়ে মত্ত বন্ধুদের। এমনই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর কাছে রামনগর জেলার কনকপুরার রামাগোন্ডলুতে।

নিহত কিশোর দক্ষিণ বেঙ্গালুরুর বাসিন্দা বিশ্বাস জি ন্যাশনাল কলেজের পড়ুয়া। কলেজেরই অন্যান্য ক্যাডেটদের সঙ্গে সে বেড়াতে বেরিয়ে পুকুরে নেমেছিল। বন্ধুদের তোলা একটি ছবির পিছনে তাকে হাবুডুবু খেতে দেখা গিয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুকুরে সেলফি তোলার পর বন্ধুরা একটি মন্দিরে চলে যায়। তাদের খেয়ালও ছিল না যে, বিশ্বাস নেই। পরে তাদের একজন মোবাইলে তোলা ছবিগুলি দেখতে দেখতে বিশ্বাস যে ডুবে গিয়েছে, তা জানতে পারে। সে ওই ছবিগুলিতে বিশ্বাসকে ডুবে যেতে দেখতে পায়।  পরে পুলিশ বিশ্বাসের দেহ উদ্ধার করে এবং বিশ্বাসের বাবা-মাকে খবর দেয়।

সুমন্ত এ নামে এক পড়ুয়া জানিয়েছে, আমরা পুকুরে সাঁতার কাটার পর গুন্ডানজানেয়া মন্দিরে চলে যাই। বিশ্বাস যে নেই, সেটা খেয়াল করিনি।

পুলিশ জানিয়েছে, যে ২৫ জন ছাত্র পাহাড়ে ট্রেকিংয়ে গিয়েছিল, তারা প্রত্যেকেই এনসিসি ক্যাডেট। রামনগরের পুলিশ সুপার রমেশ বানোথ জানিয়েছেন, ওই পড়ুয়ারা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিপদবার্তা সংক্রান্ত সাইনবোর্ড উপেক্ষা করেই পুকুরে নেমে পড়েছিল। বিশ্বাস ভারসাম্য হারিয়ে পাঁকে আটকে যায়।

বিশ্বাসের বাবা-মা এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে। এ ব্যাপারে তাঁরা পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন।