টিকটক অ্যাপে শেয়ার করা ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে এক ৯ মাসের শিশু প্রথম স্বাদ নিচ্ছে আইসক্রিমের। দুই মেয়েকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যান বাবা-মা। ছোট মেয়ে ৯ মাসের ব্যাকিলি রোজ এর আগে কোনওদিন আইসক্রিম খায়নি। মা-বাবা তাই পরিকল্পনা করেন, প্রথমবার মেয়ের আইসক্রিম খাওয়ার অভিব্যক্তি রেকর্ড করবেন তাঁরা। যেমন ভাবা তেমন কাজ। টিকটক অ্যাপে ভিডিও করার জন্য তৈরি হন মা, আর রোজের মুখে আইসক্রিম ধরেন বাবা। ছোট্ট রোজ প্রথমে অবাক হয়ে যায় এমন একটা ঠান্ডা মিষ্টি স্বাদের খাবার পেয়ে। তারপরেই বিস্ফারিত চোখে দু’হাত দিয়ে চেপে ধরে আইসক্রিমের কোন। বাবা সরিয়ে নিতে চাইলেও কিছুতেই আইসক্রিম ছাড়তে চায় না সে। তার কাণ্ড দেখে মা-বাবা হেসে লুটোপুটি।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ২০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন শিশুটির এই মজার ভিডিও। টুইটারে মজার মন্তব্য করে ভিডিওটি পোস্ট করেছেন অনেকেই। দেখে নিন সেইসব মজার বক্তব্য-