আইজল: মিজোরামে রাজভবনে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন ঠিক তখনই ঢিল ছোঁড়া দূরত্বে আয়োজন করা হয় বিফ পার্টির। উপলক্ষ্য, কেন্দ্রের সাম্প্রতিক গবাদি বিধির বিরোধিতা। প্রায় হাজার দুয়েক মানুষ ওই বিফ পার্টিতে যোগ দিয়েছিলেন। আয়োজকদের দাবি, আগে তো গো-মাংস খাওয়ার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ ছিল না। এখন আমাদের প্রধান খাবার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে।


যদিও মিজোরামে রাজনাথ বলেছেন, মানুষের পছন্দ মতো খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কেন্দ্রে কোনও নিয়ন্ত্রণ আরোপ করতে চায় না।

উল্লেখ্য, কেন্দ্রের গবাদি বিধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে বিশেষ করে উত্তরপূর্বের রাজ্যগুলিতে। এই রাজ্যগুলিতে প্রধান খাদ্য গোমাংস। মিজোরামের পাশের রাজ্য মেঘালয়ে গবাদি বিধির প্রতিবাদে বিজেপির দুই প্রবীণ সদস্য দল ছেড়েছেন। গতকালই মেঘালয় বিধানসভায় গবাদি বিধির বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে।

উত্তর-পূর্বের রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গ, কেরল, কর্নাটকের মতো রাজ্যেও ওই বিধি নিয়ে প্রতিবাদ দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুও আশ্বাস দিয়েছিলেন, মানুষের পছন্দের খাবার অধিকারে হস্তক্ষেপ করবে না।

এবার মিজোরামে ভারত-মায়ানমার সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনায় উত্তর-পূর্ব রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে এসেও গো-মাংস সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। বেঙ্কাইয়ার মতো তিনিও বললেন, পছন্দের খাবারের কেন্দ্রে নিয়ন্ত্রণ জারি করতে চায় না কেন্দ্র।