লখনউ: উত্তরপ্রদেশে ফের বেলাগাম দুষ্কৃতী দৌরাত্ম্য। মেরঠে বিয়ে সেরে শ্বশুরবাড়ির পথে নববধূকে প্রকাশ্য রাস্তায় গুলি। মৃত্যু সদ্য বিবাহিত তরুণীর।
মুজফফরনগর থেকে মহম্মদ শাজেব বিয়ে করতে গাজিয়াবাদে এসেছিলেন। সঙ্গে ছিলেন পরিবারের লোকজন-আত্মীয়স্বজন। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর বর নববধূকে নিয়ে গাড়িতে করে মুজফফরনগর ফিরছিলেন। সঙ্গে ছিলেন পরিবারের লোকজন। ফেরার পথে রাত দশটা নাগাদ দৌরালা থানা এলাকার মটোর গ্রামের কাছে পিছন থেকে একটি গাড়িতে সওয়ার পাঁচ দুষ্কৃতীতে নববধূর গাড়িটিকে ওভারটেক করে সামনে চলে আসে। দুষ্কৃতীরা গাড়িটি আটকায়।
তারা গাড়ি থেকে নেমে নববধূকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর গাড়িতে অন্যান্য লোকজনকে মারধর করে। গাড়িতে থাকা নগদ দুই লক্ষ টাকা ও পাঁচ লক্ষ টাকার গয়না লুঠ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। জখম নববধূকে মুজফফরনগর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
এএসপি ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেছেন। ঘটনায় নবদম্পতির গাড়ির চালকের মাথায় চোট লেগেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, লুঠপাঠের দিকটি ছাড়াও ঘটনায় কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। কেননা, গাড়ির মধ্যে শুধু নববধূকেই বন্দুকের নিশানা করা হয়েছিল। এই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছে। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে।