দার্জিলিং- কালিম্পংয়ের রাস্তায় গাড়ি খাদে পড়ে এক মহিলার মৃত্যু, জখম আরও তিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Aug 2017 12:54 PM (IST)
কালিম্পং: দার্জিলিং- কালিম্পংয়ের রাস্তায় গাড়ি খাদে পড়ে যাওয়ায় এক মহিলার মৃত্যু। জখম আরও ৩ জন। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ওই গাড়িটি মংপং-এর রংডুম দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। রাতেই উদ্ধার কাজ শুরু করে পুলিশ। জলপাইগুড়ির মালবাজার থেকে গাড়িটি শিলিগুড়ি যাচ্ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খাদ থেকে তুলে গাড়িটিকে আটক করেছে পুলিশ।