ফুটবলে মজল হরিণও, জালে বলও জড়িয়ে দিল! ভিডিও নজর কাড়ল সোশাল মিডিয়ায়
ABP Ananda webdesk | 02 Jan 2020 03:49 PM (IST)
পায়ের সামনে ফুটবল পড়ে থাকলে কার না পা নিশপিশ করে! ফুটবলে লাথি মারার মজাটাই আলাদা। ফুটবল উপভোগে পিছিয়ে থাকল না একটি হরিণও। একটি পার্কে হরিণকে নিজের ফুটবল খেলতে দেখা গেল। সেই ভিডিও সোশাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে।
নয়াদিল্লি: পায়ের সামনে ফুটবল পড়ে থাকলে কার না পা নিশপিশ করে! ফুটবলে লাথি মারার মজাটাই আলাদা। ফুটবল উপভোগে পিছিয়ে থাকল না একটি হরিণও। একটি পার্কে হরিণকে নিজের ফুটবল খেলতে দেখা গেল। সেই ভিডিও সোশাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে একটি হরিণকে ফুটবল নিয়ে খেলতে খেলতে জালে বল জড়াতেও দেখা গেল। আর গোল হওয়ার পর সেলিব্রেশনের ঢঙে কিছুটা যেন নাচানাচি করে চলে গেল হরিণটি। ইন্ডিয়ান ফরেস্ট অফিসার (আইএফএস) সুসান্ত নন্দা এই ভিডিও ট্যুইটারে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, লক্ষ্য পূরণের পর সবসময় আনন্দিত হতে হয়, তা বিপক্ষে কেউ না থাকলেও। হরিণটির প্রতিপক্ষ কেউ ছিল না। কিন্তু ফুটবলে জয়ের জন্য প্রয়োজন গোল। সেই লক্ষ্য পূরণ করে উচ্ছ্বাস প্রকাশ করতে ভুলল না হরিণটি। নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে ভিডিওটি। তাঁরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, এই ভিডিও ক্লিপটি জীবনের একটা গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরেছে। শিখিয়েছে, ছোট ছোট পদক্ষেপ ও সাফল্যও উদযাপনের বিষয়।