সঙ্গে ১১টা আইফোন এক্স, মুম্বই বিমানবন্দরে ধৃত ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Nov 2017 03:00 PM (IST)
মুম্বই: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১১টা আইফোন এক্স বাজেয়াপ্ত করল শুল্ক বিভাগ। ওই ব্যক্তি হংকং থেকে মুম্বই নেমেছিলেন। ধৃতের নাম ভবেশ রাভজিভাই ভিরানি। তাঁর কাছে থাকা ১১টি আইফোন এক্সের বাজার মূল্য ১০,৫৭,৩৮৮ টাকা। আধিকারিকরা জানিয়েছেন, কেন এতগুলো ফোন তিনি নিয়ে যাচ্ছিলেন, তা জানার চেষ্টা চলছে। রুজু হয়েছে একটি মামলাও। ভারতীয় শুল্ক বিভাগের নিয়ম অনুয়ায়ী একজন সর্বাধিক ৫৫,০০০ টাকা মূল্যের ইলেকট্রনিক্স বিনা শুল্কে নিয়ে আসতে পারেন। তার থেকে বেশি দামের কিছু আনার চেষ্টা করলে প্রচুর টাকা কর দিতে হবে। ফলে বিদেশ থেকে এ দেশে ইলেকট্রনিক্স কিছু নিয়ে আসা খুব একটা সহজ নয়। তবে আইফোনের রিসেল ভ্যালু যথেষ্ট বেশি। লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আইফোন কেনা অন্তত ৬০ শতাংশ ক্রেতা আদতে তা বেচে দেন। চাহিদা বেশি থাকায় চড়া দামেই আইফোন বিক্রি করতে পারেন তাঁরা।