বেনারস: সম্প্রতিই শ্লীলতাহানির অভিযোগে ছাত্রী বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কিন্তু সকলকে চমকে দিয়ে পুলিশের একটি রেকর্ড সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন এক পুরুষ পড়ুয়া। ঘটনাটি ঘটেছিল গত বছর। ধর্ষণের শিকার হওয়া পড়ুয়ার পাশে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়াই জানান, এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কেউই তেমন মুখ খোলেননি কারণ সেখানে সমকামিতার বাড়বাড়ন্তও আছে মারাত্মক মাত্রায়। এমনকি বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়া দীর্ঘদিন পর্যন্ত জানতেনই না যে সেখানে এরকম ধরনের কোনও ঘটনা ঘটেছে, দাবি অপর এক পড়ুয়ার।
লঙ্কা থানার স্টেশন হাউস অফিসারের দাবি, গতবছর ১৭ অগাস্ট এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। নভেম্বরে চার্জশিট দায়ের করা হয়। এরপরে ডিসেম্বরে অভিযুক্ত ব্যক্তি যিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক কর্মী, তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের ছ মাসের হাজতবাস হয়।
এরপর সংবাদমাধ্যমের তরফে এই ঘটনার কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ক্যাম্পাসের মধ্যে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা সম্ভব নয়। তাই এই সমস্যার সমাধান সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ে চত্বরে সারাদিনে অন্তত দেড় লক্ষ মানুষের প্রবেশ ঘটে। প্রতিটি লোককে পরীক্ষা করা কার্যত অসম্ভব, দাবি বিএইচইউ-এর জনসংযোগ আধিকারিক রাজেশ সিংহের।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণের শিকার এক ছাত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2017 09:38 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -