বিজয়পুর: এ বছর পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় ছিল তাঁর নামও। কিন্তু সম্মান গ্রহণে অপারগতা দেখিয়ে তা প্রত্যাখ্যান করলেন সন্ন্যাসী সিদ্ধেশ্বর স্বামী। কর্নাটকের বিজয়পুরের এই সাধক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে জানিয়েছেন এ কথা।


সিদ্ধেশ্বর স্বামী লিখেছেন, যেহেতু তিনি আধ্যাত্মিক সন্ধানকে তাঁর জীবনের পথ হিসেবে বেছে নিয়েছেন, তাই তাঁর কোনও উপাধির প্রয়োজন নেই। চিঠিতে তিনি লিখেছেন, আমি উপাধি চাই না, আমি একজন সন্ন্যাসী।

দেখুন তাঁর লেখা চিঠিটি

[embed]https://twitter.com/ANI/status/957463117201489921?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Findia%2Fstory%2Fspiritual-leader-siddheshwar-swamiji-refuses-to-accept-padma-shri-award-writes-to-pm-1155701-2018-01-28[/embed]

এর আগে এক সাক্ষাৎকারে এই সন্ন্যাসী জানান, বহু মানুষ আছেন, যাঁরা এ ধরনের পুরস্কার পেলে সম্মানিত হবেন। তাঁর এমন কোনও প্রয়োজন নেই।