নয়াদিল্লি: ব্যাগ চুরি করেছে, এই সন্দেহে হাওড়া-যোধপুর এক্সপ্রেসের যাত্রীরা বর্বর ভাবে শাস্তি দিল এক কিশোরীকে। ওই এক্সপ্রেস ট্রেনের এসি-থ্রি টায়ার কামরা থেকে খোয়া যায় এক যাত্রীর ব্যাগ। শুধুমাত্র সন্দেহের বশে এক কিশোরীকে বেধড়ক মেরে তার মাথার চুল কেটে, জামা কাপড় ছিঁড়ে তাকে শাস্তি দিয়েছে ওই ট্রেনের যাত্রীরা। এমনকি মেয়েটিকে বাঁচাতে গেলে ওই ট্রেনের টিকিট পরীক্ষককেও অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই যাত্রীরা। মেয়েটির সঙ্গে তাঁর যোগসাজশেরও অভিযোগ তোলা হয়, জানিয়েছেন টিকিট পরীক্ষক।

এই ঘটনায় ওই ট্রেনের ছজন যাত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩৩২, ৩৫২, ৩৫৩ এবং ৫০৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

কিশোরীর বাবা একজন ঠিকা শ্রমিক। তিনি জানিয়েছেন, তাঁর মেয়ের বয়স ১৭ বছর, কিন্তু পুলিশ জোর করে তাদের রিপোর্টে মেয়ের বয়স ১৯ বছর লিখেছে। এছাড়া ওই কিশোরীর মস্তিষ্কে টিউমার হওয়ার কারণে, তাঁর মানসিক সুস্থতাও নেই। কিন্তু মেয়েটির বাবার অভিযোগ এর কোনও কিছুই তার মেয়ের বিরুদ্ধে আদালতে মামলা করার সময় মাথায় রাখেনি প্রশাসন। তার বিরুদ্ধে চুরির অভিযোগও দায়ের করা হয়েছে।