দিল্লির মুখ্যমন্ত্রী হিন্দিতে টুইট করেন, বিজেপি সাংসদ মহেশ শর্মার মেয়ের বিয়ে হচ্ছে। গোটা পেমেন্ট চেকে হচ্ছে তো? ২.৫ লাখ টাকার মধ্যেই খরচ বেঁধে রাখা হয়েছে? নোটই বা কীভাবে বদল হল?
সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী মহেশ শর্মাও ছেড়ে কথা বলেননি। অল্পক্ষণের মধ্যেই টুইটারে জবাব দেন, প্রথমে ঠিক খবরটা জানুন। মেয়ে নয়, আমার ছেলের বিয়ে হচ্ছে। আর হ্যাঁ, সমস্ত পেমেন্ট হচ্ছে ব্যাঙ্কের মাধ্যমে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের অন্যতম প্রধান সমালোচক অরবিন্দ কেজরীবাল ও তাঁর আম আদমি পার্টি। নোট বাতিলের ঘোষণা হওয়ার পর থেকেই এই সিদ্ধান্তের টানা বিরোধিতা করে চলেছেন তাঁরা।