বেঙ্গালুরু: বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে প্রকাশ্য রাজপথে বেশ কয়েকজন মহিলার শ্লীলতাহানির ঘটনার পর অনেকেই মহিলাদের পোশাক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের এই তত্ত্বকে নস্যাৎ করে দিয়ে এবার সাতসকালে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির শিকার হলেন বোরখা পরা এক তরুণী।
উত্তর বেঙ্গালুরুর কেজি হালি অঞ্চলে ওই তরুণীকে আক্রমণ করে এক ব্যক্তি। সে তাঁর পিছু ধাওয়া করে সুযোগ বুঝে জাপটে ধরে রাস্তায় ফেলে দেয়। ওই তরুণীর হাত, পা ও মুখে আঘাত লাগে। রাস্তার কুকুররা তাড়া করায় আক্রমণকারী পালায়। স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
শুক্রবার সকালেই বেঙ্গালুরুতে প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করে এক ব্যক্তি। বাধা দেওয়ায় সে ওই তরুণীকে মারধর করে, এমনকী কামড়েও দেয়। ফের এই ঘটনায় বেঙ্গালুরুতে মহিলাদের নিরাপত্তা আদৌ আছে কি না, সেই প্রশ্ন উঠে গিয়েছে।
বেঙ্গালুরুতে এবার বোরখা পরিহিত মহিলার শ্লীলতাহানি
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jan 2017 05:15 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -