নয়াদিল্লি: দেশের বিমানবন্দরের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামী বছরের শুরু থেকেই কর্মীদের আধার কার্ডভিত্তিক পরিচয়পত্র বাধ্যতামূলক হচ্ছে। বিমানবন্দরগুলিতে ঢোকা ও বেরোনোর জন্য বাধ্যতামূলকভাবে এয়ারপোর্ট এন্ট্রি পাসেস (এইপিএস) পেতে কর্মীদের আধার কার্ড জমা দিতে হবে।
বিমানবন্দরগুলির নিরাপত্তার ভারপ্রাপ্ত সিআইএসএফ আগামী ১ জানুয়ারি থেকেই এই ব্যবস্থা কার্যকর করবে। সিআইএসএফের অনুরোধের ভিত্তিতে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) ইতিমধ্যেই এই মর্মে নির্দেশ জারি করেছে।
সিআইএসএফ ডিজি ও পি সিংহ বলেছেন, বিমানবন্দরে নিযুক্ত প্রত্যেক কর্মীর আধার নম্বর ব্যবহার করে এইপিএস তৈরি হবে। এ ব্যাপারে একটি কমিটি তৈরি হয়েছে এবং আধার নম্বর ব্যবহার করেই এই পাস তৈরির ভার দেওয়া হয়েছে কমিটিকে।বর্তমানে যে কার্ডগুলি চালু রয়েছে সেগুলি আগামী ৩১ মার্চ পর্যন্ত বৈধ থাকবে।
সিংহ বলেছেন, বিমানবন্দরের মতো নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকায় জাল ও বিকৃত এইপিএস নিয়ে ঢোকার মতো কয়েকটি ঘটনা নজরে আসার পর আধার নম্বর বাধ্যতামূলক করার জন্য সিআইএসএফ অনুরোধ করে বিসিএএস-কে।
সিআইএসএফের এক পদস্থ আধিকারিক এইপিএস-এর অপব্যবহার নিয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন।তিনি বলেছেন, কোনও কর্মী কার্ড বিকৃত বা জাল করার কাজে জড়িত যুক্ত থাকলে তা অপরাধ হিসেবে গন্য করা হয় এবং তাঁকে সাসপেন্ড বা কালোতালিকাভুক্ত করা হয়। কিন্তু পরে দেখা যায়, ওই ব্যক্তি অন্য কোনও একটি কোম্পানিতে যোগ দিয়ে নতুন এইপি নিয়ে বিমানবন্দরে ঢোকা শুরু করেন। এই ঘটনা রুখতেই আধার নম্বর বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ জানুয়ারি থেকেই বিমানবন্দরগুলিতে বাধ্যতামূলক কর্মীদের আধার ভিত্তিক পরিচয়পত্র
ABP Ananda, web desk
Updated at:
28 Dec 2016 04:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -