নয়াদিল্লি: কাল থেকে শুরু হচ্ছে দেশজুড়ে করোনা টিকা প্রদান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, প্রায় ৩ কোটি স্বাস্থ্যকর্মী ও সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাকে প্রথম রাউন্ডে এই টিকা দেওয়া হবে, এর খরচ দেবে কেন্দ্রীয় সরকার। আর এই টিকা পেতে হলে সব থেকে জরুরি, মোবাইল ফোনের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ ঘটানো।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা টিকা প্রদানের সময়, ব্যক্তি পরিচয় সব থেকে গুরুত্বপূর্ণ, দেখা হবে আগে কাদের টিকা দেওয়া জরুরি। এ জন্য তৈরি হয়েছে কো-উইন ডিজিটাল প্ল্যাটফর্ম। আধারের সাহায্যে এঁদের চিহ্নিত করা হবে বলে তিনি জানিয়েছেন। প্রথম ডোজ দেওয়ার পর ঠিক সময়ে টিকার দ্বিতীয় ডোজও দেওয়া হবে এঁদের। প্রথম ডোজের পরই কো-উইন সঙ্গে সঙ্গে একটি ডিজিটাল ভ্যাকসিনেশন সার্টিফিকেট ইস্যু করবে। এই সার্টিফিকেটে পরের ডোজ নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা থাকবে। দ্বিতীয় ডোজের পর দেওয়া হবে চূড়ান্ত সার্টিফিকেট। করোনা টিকা সংক্রান্ত এই সব গুরুত্বপূর্ণ তথ্য আধার ব্যবহারকারীদের রেজিস্টার্ড মোবাইল ফোন নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে।

বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণেই আধার কার্ড আজ আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ নথি। করোনাভাইরাস অতিমারীর জেরে আধার ইস্যু করার দায়িত্বে থাকা বডি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) একটি বিরাট আপডেটের কথা ঘোষণা করেছে। তারা বলেছে, এখন থেকে লোকে বাড়িতে বসেই নিজেদের আধার সংক্রান্ত খুঁটিনাটিতে পরিবর্তন করতে পারবেন। আধার কেন্দ্রে না গিয়ে অনলাইনেই তা করা যাবে।

যদিও অন্য কিছু সুযোগসুবিধে পেতে গেলে আধার কেন্দ্রেই যেতে হবে আপনাকে, সেখানে গিয়ে কার্ডে দরকারি পরিবর্তন করতে হবে। মোবাইল নাম্বারের সঙ্গে আধার সংযুক্তিকরণ এমনই একটি কাজ, যে জন্য আধার কেন্দ্রে যাওয়া দরকার। যদি এখনও মোবাইল নাম্বার আধারে যুক্ত না করে থাকেন, তবে এই কাজের জন্য আপনাকে যেতে হবে পার্মানেন্ট এনরোলমেন্ট সেন্টারে।

মোবাইল-আধার সংযুক্তিকরণের জন্য আপনার শুধু দরকার আপনার আধার কার্ডের একটি নিজের স্বাক্ষরিত কপি। ঠিকানা বা পরিচয়পত্রের মত কোনও প্রমাণ দরকার নেই।