হায়দরাবাদ: এনডিএ সরকারের আমলে প্রায় তিন কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে দাবি করলেন ক্রেতা-বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী সি আর চৌধুরি। এর ফলে, এই সময়কালে ফি-বছর ১০ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে সরকারের।
মন্ত্রী জানান, রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করার ফলে, গোটা সিস্টেমকে সাফ করতে সুবিধা হয়েছে সরকারের। ই-গভর্নেন্সের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন চৌধুরি।
তিনি বলেন, দেশে ২৩ কোটি রেশন কার্ডের মধ্যে ৮২ শতাংশ (১৯ কোটি) কার্ড আধারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। গত তিন বছরে আমরা প্রায় ২.৯৫ কোটি জাল কার্ড সরিয়ে ফেলেছি। এর ফলে, সরকারের রাজকোষে প্রতিবছর প্রায় ১৭ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে।
চৌধুরীর দাবি, ই-গভর্নেন্সের ফলে দেশে ব্যবসা করা সুবিধা হবে। এর ফলে, বিদেশি বিনিয়োগের পথও সুগম হবে।