মুম্বই: মহারাষ্ট্রে কুষ্ঠরোগীদের সরকারি সাহায্য পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক হবে না আধার নম্বর। বিধানসভায় এমনটাই জানালেন মহারাষ্ট্রের সামাজিক ন্যায় মন্ত্রী রাজকুমার বাদোলে।


এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক প্রশান্ত ঠাকুরের তোলা প্রশ্নে বাদোলে জানান, এই মর্মে জেলা আধিকারিকদের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, সব জেলাকে বলে দেওয়া হয়েছে যে, যেহেতু কুষ্ঠরোগীদের আঙুলের ছাপ দেওয়াটা অসুবিধে, তাই সরকারি সাহায্য পাওয়ার ক্ষেত্রে তাঁদের ক্ষেত্রে আধার সংযুক্তিকরণ লাগু হবে না।

তিনি যোগ করেন, এই মর্মে একটি প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে।