মুম্বই: ১২ ডিজিটের বায়োমেট্রিক পরিচিত নম্বর অর্থাত আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ বাধ্যতামূলক, বিন্দুমাত্র সংশয়ের অবকাশ না রেখে শনিবার জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক। তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) পেশ হওয়া এক আবেদনের জবাব উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল, রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক হয়েছে, এমন কোনও নির্দেশ এখনও পর্যন্ত তারা জারি করেনি। এ নিয়ে সংশয় ছড়ানোয় আজ কেন্দ্রীয় ব্যাঙ্কের বিবৃতিতে ওই রিপোর্ট খারিজ করে বলা হয়, রিজার্ভ ব্যাঙ্ক পরিষ্কার করে দিচ্ছে যে, অবৈধ আর্থিক লেনদেন রোধ (মেইটেন্যান্স অব রেকর্ডস) দ্বিতীয় সংশোধনী রুলস, ২০১৭ অনুসারে আধার নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ আবশ্যিক হয়েছে। এই নিয়ম বিধিবদ্ধ এবং এর ফলে পরবর্তী কোনও নির্দেশের অপেক্ষায় না থেকে ব্যাঙ্কগুলিকেও তা কার্যকর করতে হবে। গত জুনেই নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও ৫০ হাজার টাকা ও তার বেশি অঙ্কের আর্থিক লেনদেনের বেলায় আধারের উল্লেখ বাধ্যতামূলক করে সরকার। সরকারি বিজ্ঞপ্তিতে এও জানিয়ে দেওয়া হয়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব বর্তমান ব্যাঙ্ক গ্রাহককে আধার নম্বর জমা দিতে হবে, নয়তো নিষ্ক্রিয় হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। একাধিক প্যান ব্যবহার করে কর ফাঁকি এড়াতে ২০১৭-র সাধারণ বাজেটে আধার নম্বর প্যান-এর যুক্ত করার বাধ্যতামূলক করা হয়েছে। ২০০৫-এর অবৈধ আর্থিক লেনদেন রোধ (মেইটেন্যান্স অব রেকর্ডস) রুলে সংশোধন করে দেওয়া বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, ৫০ হাজার টাকা বা তার বেশি অর্থের যাবতীয় আর্থিক লেনদেনের সময় প্যানের সঙ্গে আধার অথবা ফর্ম ৬০ জমা দিতে হবে।