নয়াদিল্লি: আধার কার্ড নিয়ে দেশজুড়ে যে বিতর্ক হচ্ছে, তার সমাধান সাংবিধানিক বেঞ্চেই করা উচিত বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি জে চেলামেশ্বর বলেছেন, ‘আমার মতে একবার যখন বিষয়টি সাংবিধানিক বেঞ্চে পাঠানো হয়েছে, তখন এ বিষয়ে যাবতীয় সমস্যার সমাধান করা উচিত সাংবিধানিক বেঞ্চেরই। আমি শুধু বলতে পারি, ৯ সদস্যের বিচারকের বেঞ্চ এ বিষয়ে রায় দিতে পারেন।’
এদিন একটি মামলার শুনানির সময় আধার সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ গড়ার পক্ষে মতপ্রকাশ করেছেন বিচারপতি চেলামেশ্বর। তাঁর নেতৃত্বাধীন বেঞ্চের অন্য বিচারপতি ছিলেন এ এম খানবিলকর ও বিচারপতি নবীন সিনহা। অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল ও আইনজীবী শ্যাম দিবানকেও আধারের বিষয়টির নিষ্পত্তির জন্য সাংবিধানিক বেঞ্চ গঠনের বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন বিচারপতি চেলামেশ্বর। একইসঙ্গে তিনি বলেছেন, সাংবিধানিক বেঞ্চে ৭ জন না ৯ জন বিচারপতি থাকবেন সেটা প্রধান বিচারপতিই ঠিক করবেন।
আধার সংক্রান্ত সব বিতর্কের সমাধান করুক সাংবিধানিক বেঞ্চ, প্রস্তাব সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jul 2017 10:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -