নয়াদিল্লি: কেরোসিনে ভর্তুকি এবং অটল পেনশন যোজনার ক্ষেত্রেও এবার বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড। এই দুটি পরিষেবা পেতে গেলে এবার থেকে আধার নম্বর জমা দিতে হবে। কেরোসিনে ভর্তুকি পেতে গেলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্ত করতে হবে আধার। অটল পেনশন যোজনার ক্ষেত্রে এ মাসের ১৫ তারিখের মধ্যেই আধার সংযুক্ত করতে হবে। তবে কারও আধার কার্ড না থাকলে আপাতত রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, সচিত্র কিষাণ পাশবুক, মনরেগার জব কার্ড বা কোনও গেজেটেড অফিসারের দেওয়া শংসাপত্র জমা দিলেও চলবে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক কেরোসিনে ভর্তুকির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে কেরোসিনে ভর্তুকির টাকা এবং অটল পেনশন যোজনা পরিষেবা ঠিকমতো পান, সেটা নিশ্চিত করার জন্যই আধার বাধ্যতামূলক করা হচ্ছে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
কেরোসিনে ভর্তুকি, অটল পেনশন যোজনায় বাধ্যতামূলক আধার
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jun 2017 01:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -