নয়াদিল্লি: নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হলে আধার অত্যাবশ্যক। একইভাবে তৎকাল পাসপোর্টের জন্যও আধার লাগবে। জানাল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই কর্তৃপক্ষ।

সুপ্রিম কোর্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও প্যানে আধার সংযুক্তিকরণের সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিয়েছে। ইউআইডিএআই বলেছে, সুপ্রিম কোর্টের ওই নির্দেশিকা মতই নয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে ও তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করতে হলে আধার নম্বর লাগবে।

তবে আধার কার্ড যাঁদের নেই, তাঁদের আধারের জন্য আবেদন করতে হবে ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা তৎকাল পাসপোর্ট পেতে হলে সেই আধার আবেদনের নম্বর দিতে হবে বলে তারা জানিয়েছে।