নয়াদিল্লি: আগামী ১ এপ্রিল থেকে সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকরা রেলের টিকিটে ছাড় পেতে চাইলে আধার কার্ড বাধ্যতামূলক। রেলমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে।


সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, রেল টিকিট সংরক্ষণে যদি প্রবীণ নাগরিকরা ছাড়ের সুবিধে পেতে চান, তাহলে আধার কার্ড পেশ করতে হবে। এই নিয়ম কাউন্টার এবং ই-টিকিট উভয় ক্ষেত্রে প্রযোজ্য।


রেল জানিয়েছে, দু’টি ধাপে এই সিদ্ধান্ত প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ট্রেনের টিকিটের মূল্যে ছাড়ের জন্য আধার কার্ড ঐচ্ছিক হিসাবে জমা দিতে হবে। কিন্তু, ১ এপ্রিল থেকে এই নিয়ম বাধ্যতামূলক হয়ে যাবে।


আইআরসিটিসি-র চেয়ারম্যান এ কে মানোচা জানিয়েছেন, এর ফলে অবৈধ উপায়ে যাঁরা ট্রেনের টিকিটের দামে ছাড় নেন, তাঁরা আর তা করতে পারবেন না। আগামী দিনে রেলের সমস্ত টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও আধার কার্ড প্রয়োজন হবে বলে জানিয়েছেন তিনি।