নয়াদিল্লি: এনইইটি সহ সব সর্বভারতীয় পরীক্ষায় নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা চলবে না। আজ সিবিএসই-কে এই নির্দেশই দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ সদস্যর সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দিয়েছে, সিবিএসই-র ওয়েবসাইটে ওই তথ্য আপলোড করতে হবে।
এর আগে আজই আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই সুপ্রিম কোর্টকে জানায়, এ বছর এনইইটি-তে নাম নথিভুক্ত করার জন্য সিবিএসই-কে আধার কার্ড বাধ্যতামূলক করতে বলা হয়নি। অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল বলেন, ইউআইডিএআই জানিয়েছে, জম্মু ও কাশ্মীর, মেঘালয়, অসমের মতো রাজ্যগুলিতে পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের নাম নথিভুক্ত করার জন্য পাসপোর্ট, ভোটার কার্ড ও রেশন কার্ড ব্যবহার করতে পারবে সিবিএসই। এই বক্তব্য শুনেই সর্বভারতীয় পরীক্ষায় আধার বাধ্যতামূলক না করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
এনইইটি সহ সর্বভারতীয় পরীক্ষাগুলিতে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে বাধ্যতামূলক নয় আধার, জানাল সুপ্রিম কোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
07 Mar 2018 05:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -