নয়াদিল্লি: এনইইটি সহ সব সর্বভারতীয় পরীক্ষায় নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা চলবে না। আজ সিবিএসই-কে এই নির্দেশই দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ সদস্যর সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দিয়েছে, সিবিএসই-র ওয়েবসাইটে ওই তথ্য আপলোড করতে হবে।

এর আগে আজই আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই সুপ্রিম কোর্টকে জানায়, এ বছর এনইইটি-তে নাম নথিভুক্ত করার জন্য সিবিএসই-কে আধার কার্ড বাধ্যতামূলক করতে বলা হয়নি। অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল বলেন, ইউআইডিএআই জানিয়েছে, জম্মু ও কাশ্মীর, মেঘালয়, অসমের মতো রাজ্যগুলিতে পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের নাম নথিভুক্ত করার জন্য পাসপোর্ট, ভোটার কার্ড ও রেশন কার্ড ব্যবহার করতে পারবে সিবিএসই। এই বক্তব্য শুনেই সর্বভারতীয় পরীক্ষায় আধার বাধ্যতামূলক না করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।