নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের তরফে নোটিস জারি করে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে আধারের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক। প্রসঙ্গত, সম্প্রতি সরকার আয়কর আইনে একটি পরিবর্তন এনে নির্দেশিকা জারি করে, প্যান কার্ডের নতুন আবেদন করতে গেলে আধার থাকা বাধ্যতামূলক, এবং প্যান নম্বরের সঙ্গে যুক্ত করতে হবে আধার।
এদিকে অর্থমন্ত্রী অরুণ জেটলিও ২০১৭-১৮ সালের অর্থনৈতিক বিল জমা দেওয়ার সময় একটি পরিবর্তন আনেন। সেখানে তিনি আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আধার বাধ্যতামূলক করে দেন। তখনই তিনি বলেন, যাঁদের প্যান কার্ড আছে, তাঁরা সেই প্যান কার্ডের সঙ্গে যেন তাঁদের আধার যুক্ত করে নেন। প্রসঙ্গত, একাধিক প্যান ব্যবহার করে কর ফাঁকি দেওয়ার যে প্রবণতা করদাতাদের মধ্যে রয়েছে, সেটা বন্ধ করতেই এই পদক্ষেপ।
রাজস্ব দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, প্রত্যেক ব্যক্তি যাঁদের প্যান নম্বর রয়েছে, তাঁদের সেকশন ১৩৯এএ-এর সাব-সেকশন (২) অনুযায়ী, আয়কর বিভাগের প্রিন্সিপ্যাল ডিরেক্টরকে নিজের আধার নম্বর দিয়ে আসতে হবে। এরপর ডিজিআইটি সিস্টেমের মাধ্যমে আপনার দেওয়া প্যান এবং আধার সংক্রান্ত তথ্য যাচাই করে দেখে নেওয়া হবে।
সূত্রের দাবি, এরমধ্যেই প্রায় ২.০৭ কোটি করদাতা তাঁদের আধারের সঙ্গে প্যান নম্বর যুক্ত করে ফেলেছেন। এইমুহূর্তে দেশে ২৫ কোটি জনসাধারণ প্যান কার্ড ব্যবহার করেন। এদিকে কেন্দ্রের তরফে ১১১ কোটি জনসাধারণকে আধার কার্ড ইস্যু করা হয়েছে।
এদিকে এমাসের প্রথম দিকেই সুপ্রিম কোর্ট আয়কর আইনের নয়া এই পরিবর্তনের স্বপক্ষে সওয়াল করেও আংশিক স্থগিতাদেশ জারি করে। তার কারণ হিসেবে দেশের সর্বোচ্চ আদালত দাবি করে, আগে কেন্দ্র আধার এবং প্যান সংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষার আশ্বাস দিক, তাহলেই লাগু হবে এই নয়া নিয়ম। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের পরও সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের তরফে আধারের সঙ্গে প্যান যুক্ত করা বাধ্যতামূলক স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়।
১ জুলাই থেকে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক, নোটিস কেন্দ্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jun 2017 01:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -