ট্রেন্ডিং

বেআইনি ভাবে 'বিদেশি ডিগ্রি' দেখিয়ে প্রাইভেট প্রাক্টিস? প্রাক্তন TMC সাংসদ শান্তনুর বিরুদ্ধে তদন্ত, হাজিরার নির্দেশ

চাকরি অনিশ্চিত, চোখে জল নিয়ে ফুটপাতেই ছাত্রদের খাতা দেখলেন চাকরিহারা শিক্ষিকা

মাটি ছাড়ার পর আকাশে বিস্ফোরণ, পুড়ে ছাই হল ISRO-র স্যাটেলাইট, নজরদারির জন্য পাঠানো হচ্ছিল

এক পাইলট শৌচাগারে, অন্যজন অজ্ঞান হয়ে পড়ে, ২০০ যাত্রী নিয়ে আকাশে ভেসে রইল বিমান

ভূমিকম্পে ঘুম ভাঙল অরুণাচল প্রদেশের, এই নিয়ে পর পর দু’দিন, গভীর রাতে দুলে উঠল ইন্দোনেশিয়াও
চাকরি চাইতে জুটেছে বেধড়ক মার । আন্দোলনে অনড় চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা
আপনি কি এই ক্যাটাগরিতে পড়েন? তাহলে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে না
Continues below advertisement

মুম্বই: সম্প্রতি কেন্দ্রের এক নির্দেশিকা ঘিরে চারিদিকে শোরগোল পড়ে যায়। কেন্দ্রীয় সরকারের তরফে গত সপ্তাহে একটি নির্দেশিকা জারি করে ঘোষণা করা হয়, আগামী ১ জুলাইয়ের মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার কাজ শেষ করতে হবে প্রত্যেক করদাতাকে, না হলে তাঁর প্যান কার্ড বাতিল হয়ে যাবে। তবে তারপর সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বা সিবিডিটি-র তরফে আধারের সঙ্গে প্যান যুক্ত করার শেষ তারিখ পিছিয়ে দেওয়া হয়। এখনও কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি সিবিডিটি-র তরফে।
এদিকে গত ১১ মে সিবিডিটি-র তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়, কোন ক্যাটাগরির ওপর এই নিয়ম বাধ্যতামূলক ভাবে লাগু হবে, এবং কোন ক্যাটাগরির ওপর নয়। একনজরে দেখে নেব সিবিডিটির সেই নির্দেশিকায় কারা ছাড় পেয়েছেন
- যাঁরা প্রবাসী ভারতীয়, তাঁদের ক্ষেত্রে আধারের সঙ্গে প্যান কার্ড যুক্ত করা বাধ্যতামূলক নয়
- যে সমস্ত ব্যক্তি ভারতের নাগরিক নন, তাঁরাও ছাড় পেয়েছেন এই নির্দেশিকায়
- কোনও ব্যক্তি যাঁর বয়স আশি বছরের উর্ধ্বে, তিনিও ছাড় পেয়েছেন এই সিবিডিটি-র নির্দেশিকা অনুযায়ী
- এছাড়া ভারতের উত্তর-পূর্বের রাজ্য অসম এবং মেঘালয়ের বাসিন্দা এবং জম্মু-কাশ্মীরবাসীও এই নিয়ম থেকে ছাড় পেয়েছেন।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে