আপনি কি এই ক্যাটাগরিতে পড়েন? তাহলে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে না

Continues below advertisement
মুম্বই:  সম্প্রতি কেন্দ্রের এক নির্দেশিকা ঘিরে চারিদিকে শোরগোল পড়ে যায়। কেন্দ্রীয় সরকারের তরফে গত সপ্তাহে একটি নির্দেশিকা জারি করে ঘোষণা করা হয়, আগামী ১ জুলাইয়ের মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার কাজ শেষ করতে হবে প্রত্যেক করদাতাকে, না হলে তাঁর প্যান কার্ড বাতিল হয়ে যাবে। তবে তারপর সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বা সিবিডিটি-র তরফে আধারের সঙ্গে প্যান যুক্ত করার শেষ তারিখ পিছিয়ে দেওয়া হয়। এখনও কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি সিবিডিটি-র তরফে। এদিকে গত ১১ মে সিবিডিটি-র তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়, কোন ক্যাটাগরির ওপর এই নিয়ম বাধ্যতামূলক ভাবে লাগু হবে, এবং কোন ক্যাটাগরির ওপর নয়। একনজরে দেখে নেব সিবিডিটির সেই নির্দেশিকায় কারা ছাড় পেয়েছেন
  • যাঁরা প্রবাসী ভারতীয়, তাঁদের ক্ষেত্রে আধারের সঙ্গে প্যান কার্ড যুক্ত করা বাধ্যতামূলক নয়
  • যে সমস্ত ব্যক্তি ভারতের নাগরিক নন, তাঁরাও ছাড় পেয়েছেন এই নির্দেশিকায়
  • কোনও ব্যক্তি যাঁর বয়স আশি বছরের উর্ধ্বে, তিনিও ছাড় পেয়েছেন এই সিবিডিটি-র নির্দেশিকা অনুযায়ী
  • এছাড়া ভারতের উত্তর-পূর্বের রাজ্য অসম এবং মেঘালয়ের বাসিন্দা এবং জম্মু-কাশ্মীরবাসীও এই নিয়ম থেকে ছাড় পেয়েছেন।
প্রসঙ্গত, উপরোক্ত ক্যাটাগরির মানুষরা আয়কর আইনের সেকশন ১৩৯এএ-র অধীনে পড়েন না। তাই এঁদের ক্ষেত্রে আধারের সঙ্গে প্যান কার্ড যুক্ত করা বাধ্যতামূলক নয়। আয়কর আইনের নয়া এই সেকশন অনুযায়ী যে ব্যক্তির প্যান কার্ড রয়েছে, এবং আধার কার্ড  রয়েছে, বা আধার নম্বরের জন্যে আবেদন করেছেন, তাঁদের আয়কর কর্তৃপক্ষকে অবিলম্বে সেটা জানাতে হবে। যাঁরা সিবিডিটির দেওয়া ডেডলাইনের মধ্যে আধারের সঙ্গে প্যান যুক্ত করতে পারবেন না, তাঁদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে বলে জানা গিয়েছে।
Continues below advertisement
Sponsored Links by Taboola