নয়াদিল্লি: এক জনের নামে একাধিক ড্রাইভিং লাইসেন্স রাখার ঘটনা রুখতে তত্পর কেন্দ্র। এজন্য নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন এবং পুনর্নবীকরণের ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করতে রাজ্যগুলিকে বলবে কেন্দ্র।
ট্রাফিক আইন ভাঙলে লাইসেন্সের সাসপেন্সনের সাজা এড়াতে, ভুয়ো পরিচয়পত্র দাখিলের জন্য একই নামে একাধিক ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার প্রবণতা রয়েছে। আধার নম্বরের বায়োমেট্রিক সংক্রান্ত তথ্য এই প্রবণতায় লাগাম পরাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার বাধ্যতামূলক করার বিষয়টি চলতি বছরের অক্টোবর থেকে চালু হতে পারে বলে সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছেন সংবাদমাধ্যম। এই লক্ষ্যে এজন্য প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়টি যুক্ত করার জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজ রাজ্যের এক্তিয়ারভুক্ত। তাই মন্ত্রক এই নিরাপদ বন্দোবস্ত গ্রহণের জন্য রাজ্যগুলিকে অনুরোধ করবে। আধার যুক্ত হলে একই ব্যক্তির বিভিন্ন রাজ্যের বিভিন্ন আঞ্চলিক পরিবহণ অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহের চেষ্টা ধাক্কা খাবে।
এবার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও বাধ্যতামূলক হতে চলেছে আধার
ABP Ananda, web desk
Updated at:
26 Mar 2017 09:53 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -