নয়াদিল্লি: এবার থেকে মুক্ত বিদ্যালয়ে পরীক্ষায় বসতে হলে পড়ুয়াদের আধার কার্ড বাধ্যতামূলক। এই মর্মে একটি প্রস্তাবে অনুমতি দিল কেন্দ্র।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অনুমোদন পেয়ে মঙ্গলবার আগামী পরীক্ষা থেকেই সকল পরীক্ষার্থীর আধার নম্বর বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন লার্নিং (এনআইওএস)।
এদিন প্রতিষ্ঠানের এক শীর্ষ আধিকারিক বলেন, গত মার্চের পরীক্ষায় পর্যবেক্ষক দল বেশ কিছু ভুয়ো পরীক্ষার্থীদের খুঁজে পান। এরা সকলে অন্য পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসেছিল। তাই এই সমস্যাকে রুখতে আধারকে বাধ্যতামূলক করা হচ্ছে।
ওই আধিকারিক জানান, পরীক্ষাকেন্দ্রে স্ক্যানার মেশিন থাকবে। সেখানে আধার কার্ডের সঙ্গে পরীক্ষার্থীদের আঙুলের ছাপ মিলিয়ে দেখা হবে। তাতে উত্তীর্ণ হলেই, পরীক্ষায় বসতে দেওয়া হবে। এনআইওএস জানিয়েছে, যে পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি থাকবে না, এবার থেকে সেই সেখানে পরীক্ষা নেওয়া হবে না।
ওই আধিকারিক আরও জানান, এবার থেকে গোটা পরীক্ষা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করা হবে। যাতে ভবিষ্যতে কোনও পরিস্থিতি তৈরি হলে ওই ফুটেজ খতিয়ে দেখা যায়।