নয়াদিল্লি: আইআরসিটি-র পোর্টালে যে সমস্ত যাত্রীর আধার কার্ড যুক্ত আছে, এবার থেকে তাঁদের বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করল রেল। আধার কার্ড থাকলে একজন যাত্রী অনলাইনে এক মাসে ১২টি টিকিট কাটতে পারবেন। তা না থাকলে ৬টির বেশি টিকিট কাটা যাবে না। অবশ্য অনলাইনে ১২টি টিকিট কাটতে গেলে, তার আগে গ্রাহককে তাঁর আইআরসিটিসি-র অ্যাকাউন্টের সঙ্গে নিজের আধার নম্বরের সংযুক্তিকরণ করতে হবে। শুক্রবার এই ঘোষণা করেছে রেল।
আইআরসিটিসি-র এক আধিকারিক বলেছেন, মাসে ১২টি টিকিট কাটতে হলে যাত্রীদের যাত্রীদের আইআরসিটি পোর্টালে ‘মাই প্রোফাইল’ ক্যাটাগরিতে আধার কেওয়াইসি-তে ক্লিক করে আধার নম্বর যুক্ত করতে হবে। এরপর তাঁদের মোবাইল ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওটিপি-র মাধ্যমে ‘মাস্টার লিস্ট’-এ সংশ্লিষ্ট যাত্রীর সঙ্গে ভ্রমণ করতে ইচ্ছুক কোনও একজন যাত্রীর আধার নম্বর যুক্ত করতে হবে। এক মাসে ৬টির বেশি টিকিট কাটার আগে ‘মাস্টার লিস্ট’-এ বাকি যাত্রীদের নাম ও আধার নম্বর যুক্ত করতে হবে। তারপর টিকিট কাটা যাবে। জেনারেল কোটায় একবারে ৬টি টিকিট কাটা যাবে। তৎকালে একসঙ্গে চারটি টিকিট কাটা যাবে।
আধার সংযুক্ত থাকলে অনলাইনে মাসে ট্রেনের ১২টি টিকিট কাটার সুযোগ
Web Desk, ABP Ananda
Updated at:
03 Nov 2017 11:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -